সব রেকর্ড ছাড়িয়ে ইতালিতে একদিনেই মৃত ৭৯৩ জন

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে একদিনেই মারা গেছেন ৭৯৩ জন। যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত নতুন করে আরও প্রায় ৮০০ মানুষের মৃত্যু ঘটেছে ইতালিতে, যার বেশিরভাগই উত্তরাঞ্চলীয় শহরগুলোর অধিবাসী। এ যাবত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজারেরও অধিক।
এদিন, রাজধানী রোম নিরব নিস্তব্ধ। রেড জোন ঘোষণার পর ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির আক্রান্ত অঞ্চলগুলোতে সেনা মোতায়েনের কথা আবারও বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ।
গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লক্ষ সাত হাজার ১০৪ জন, মারা গেছেন মোট ১৩ হাজার ৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৩৩৫ জন।