সকল রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৩ লাখ সংক্রমণ
করোনা সংক্রমণে অতীতের সব রেকর্ড ভেঙেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। দৈনিক আক্রান্তের নিরিখে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বিশ্বে এই প্রথম কোনও দেশে একদিনে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন। এতদিন এ উদ্বেগজনক রেকর্ড ছিল আমেরিকার।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১০৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৫৭ জনের।
সূত্র: ভারতীয় গণমাধ্যম