লকডাউনের মধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত তিন সপ্তাহব্যাপী টানা ২৪ ঘণ্টা লকডাউনের তৃতীয় দিনেও ভারতজুড়ে সড়ক ও জনপদগুলো ছিল একদম নীরব। সরকারের তরফ থেকে জনসমাগম রোধে শুধু খাদ্য এবং ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য ক্রয় ব্যতীত ঘরের বাইরে বের হওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দিল্লি এবং মুম্বাইয়ের মতো কিছু বড় শহরে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইন ধরে মানুষজনকে সুরক্ষা মাস্ক এবং হ্যান্ডগ্লোভস কিনতে দেখা গেছে। খবর রয়টার্সের
যোগাযোগ নিষেধাজ্ঞার প্রেক্ষিতে নানা রাজ্যের সীমান্ত চেক পয়েন্টে পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ সচল রাখায় মোদির অঙ্গিকার সত্ত্বেও এই অচলাবস্থা লক্ষ্য করা গেছে।
দিল্লির নিজামুদ্দিন এলাকার রাম প্রকাশ নামের এক দোকানি জানান, বেশিরভাগ পণ্যের চালান সরবরাহে কিছুটা গতি আসলেও বোতলজাত পানির মতো কিছু পণ্যের ব্যাপক সংকট চলছে। এব্যাপারেও সরকারি প্রচেষ্টা সমস্যার সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার নাগাদ দেশটিতে করনায় মোট ১৬ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা উন্নীত হয়েছে ৬৯৪ জনে।
যুক্তরাষ্ট্র, চীন, ইতালি এবং স্পেনের তুলনায় এই সংখ্যা অনেক কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কঠিন পদক্ষেপ না নেওয়া হলে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আক্রান্তের সংখ্যা মারাত্মকহারে বাড়তে পারে। এই অবস্থায় লকডাউন কার্যকরে সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে দেশটির পুলিশ বাহিনী।