যুক্তরাষ্ট্রে আরও ৬ বাংলাদেশির মৃত্যু
এনিয়ে দেশটিতে ২৯ বাংলাদেশির মৃত্যু। একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড মৃত্যু ৫৬৫ জনের, আক্রান্ত আরও ২০ হাজার।

করোনা ভাইরাসের আতংকে শূণ্য নিউইয়র্কের রাস্তা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে একদিনে আরও অন্তত ছয় বাংলাদেশিসহ রেকর্ড ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে এ নিয়ে দেশটিতে ২৯ জন বাংলাদেশি মারা গেলেন।
একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন ২০ হাজার। এ অবস্থায় নিউইয়র্কে প্রবাসীদের জরুরি চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।
এমন পরিস্থিতিতেও দেশটিতে লক ডাউনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।