রোববার আকাশে উঠবে তুষার চাঁদ
যুক্তরাজ্যের আকাশে আগামী রোববার উঠছে বিশালাকৃতির চাঁদ, স্থানীয়রা এই পূর্ণিমার চাঁদকে ‘স্নো মুন’ বা তুষার চাঁদ বলেই ডাকেন। যুক্তরাজ্যের প্রাচীন কৃষি বর্ষপুঞ্জিতে এই নামকরনের পেছনে ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে, সাধারণত ভারি তুষারপাতের পরেই এমন পূর্ণিমা দেখা যায়। তাই এর নাম স্নো মুন।
এর চমকপ্রদ আরেক নাম অবশ্য ‘হাঙ্গার মুন’ । চাঁদের উজ্জ্বল জোছনার কারণে এই সময় শিকারির উপস্থিতি সহজেই ধরা পরে বন্যপ্রাণীদের চোখে। শিকার করাটাও হয়ে পড়ে বেশ কঠিন। তাই এমন বাস্তবিক নাম।
আজ শনিবার রাতেই দেশটির আকাশে সুপারমুনের দেখা মিলবে। যা সারা রাতের আকাশ উজ্জ্বল করে, পরদিন সকাল ৭টা ৫৫মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। আগামী সোমবার দিবাগত রাত পর্যন্ত টানা তিনরাত থাকবে পূর্ণচন্দ্রের উপস্থিতি। খবর ডেইলি মেইলের।
চাঁদের আকার সবচেয়ে বড় দেখা যাবে রোববার রাতে। এসময় চন্দ্রপৃষ্ঠ সূর্যের একদম বিপরীত দিকে অবস্থান নেবে।
অবশ্য যুক্তরাজ্যের মানুষ তুষার চাঁদের উপস্থিতির আনন্দ কতোটুকু নির্ধারণ করতে পারবেন তা নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর। যুক্তরাজ্যের দিকে এখন অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় সিয়েরা। এর প্রভাবে ঝড়ো মেঘ এবং বৃষ্টি পূর্ণ চাঁদনী দেখার সৌভাগ্য থেকে অনেককেই বঞ্চিত করতে পারে।
সাধারণত এমন বিশালাকৃতির চাঁদ বা সুপারমুন তখনই দেখা যায়, যখন চাঁদ তার নিজস্ব কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছের সীমায় চলে আসে। এই সময় তাই পৃথিবীতে স্বাভাবিকের চাইতে চাঁদের আকার ১৪ শতাংশ বেশি বড় দেখায় এবং জোছনার উজ্জল্বতাও থাকে ৩০ শতাংশ বেশি।