মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ করা হবে: তালেবান

নতুন তালেবান সরকারের অধীনে ক্রিকেটসহ আফগান মেয়েদের সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে কট্টরপন্থী গোষ্ঠীটির একজন কর্মকর্তা।
অস্ট্রেলিয়ান চ্যানেল এসবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের সহকারী প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, মেয়েদের খেলাকে উপযুক্ত বা প্রয়োজনীয়, কোনোটাই মনে করা হয় না।
ওয়াসিক বলেন, "আমার মনে হয় না নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হবে। কারণ মহিলাদের আসলে ক্রিকেট খেলার প্রয়োজন নেই। ক্রিকেটে তারা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে যেখানে তাদের মুখ এবং শরীর ঢাকা থাকবে না। ইসলাম নারীদের এভাবে (শরীর) দেখানোর অনুমতি দেয় না।
"এই মিডিয়ার যুগে এখানে সেখানে (মেয়েদের) ছবি এবং ভিডিও থাকবে, এবং তারপর লোকজন এগুলো দেখবে। ইসলাম এবং ইসলামী আমিরাত [আফগানিস্তান] মহিলাদের ক্রিকেট এবং অন্য যেসব খেলায় তাদের শরীর প্রদর্শিত হয়, সেসব খেলার অনুমতি দেবে না।"
পূর্বে একটি অন্তর্ভুক্তিমূলক প্রশাসন গঠনের প্রতিশ্রুতি দিলেও বুধবার প্রধান প্রধান পদে প্রতিষ্ঠিত কট্টরপন্থীদের বসিয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। সরকারের কোন পদেই নারী ও সংখ্যালঘুদের জায়গা দেওয়া হয়নি।
তালেবানের নতুন মন্ত্রীসভায় কোন নারী না থাকায় এবং ঘোষিত সন্ত্রাসীদের জায়গা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নতুন প্রশাসনকে তাদের কর্মকাণ্ডের উপরই বিচার করা হবে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ইউরোপিয়ান ইউনিয়নও (ইইউ) অন্তর্ভুক্তির অভাবের জন্য তালেবান প্রশাসনকে নিন্দা জানিয়েছে।
নতুন মন্ত্রীপরিষদের সঙ্গে ঘোষিত তালেবানের শাসন-নীতিতে আফগানিস্তান নিয়ে তাদের প্রতিবেশী রাষ্ট্রদের এবং বাকি বিশ্বের ভীতি দূর করার চেষ্টা করা হলেও তিন পৃষ্ঠার নীতিমালায় একবারের জন্যও নারী বা সংখ্যালঘুদের কথা উল্লেখ করা হয়নি।
যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন প্রমীলা ক্রিকেটের ভবিষ্যৎ সম্বন্ধে এখনো আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছু জানানো হয়নি, কিন্তু মেয়েদের জন্য বোর্ডের সব ধরণের কর্মসূচি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
গত মাসে তালেবানরা কাবুলের ক্ষমতায় আসার পর থেকে ক্রিকেটারসহ সব ধরণের প্রমীলা ক্রীড়াবিদরা আফগানিস্তানে আত্মগোপন করে আছেন। কিছু নারী ক্রীড়াবিদ তালেবানের কাছ থেকে হুমকি-ধামকি পাচ্ছেন বলেও জানিয়েছেন।
- সূত্র: দ্য গার্ডিয়ান