মাস্ক না পড়েই মাস্ক কারখানা পরিদর্শনে ট্রাম্প

রাজনৈতিক বিবেচনায় দেশের অর্থনীতিকে সচল করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অর্থনীতিকে পূর্নদ্যমে ফেরাতে তিনি নিজের সকল কর্মতৎপরতা প্রয়োগ করছেন।
এরই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার অ্যারিজোনা রাজ্যের একটি সুরক্ষা মাস্ক তৈরির কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। নিজ উপস্থিতির মাধ্যমে নাগরিকদের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসাকে অনুপ্রাণিত করতেই তিনি এ সফর করেছেন। করোনাভাইরাসের ভয়াবহ মৃত্যুর ঝুঁকি যুক্তরাষ্ট্রব্যাপী থাকলেও তাতে মার্কিন রাষ্ট্রপতি মোটেই বিচলিত নন।
এদিকে কারাখানা সফরে সময় ট্রাম্প স্বয়ং কোনো মাস্ক পড়েননি। কারাখানার গাইডলাইনে কর্মস্থলে সবসময় মাস্ক পড়ার কথা উল্লেখ থাকলেও তা গুরুত্ব দেননি মার্কিন রাষ্ট্রপতি।
'আমাদের দেশের নাগরিকদের নিজদের যোদ্ধা হিসেবে ভাবতে হবে। আর অর্থনীতিকে উন্মুক্ত করতেই হবে।' অ্যারিজোনার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের সময় এভাবেই নিজের উদ্দেশ্য সম্পর্কে জানান ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরে গন্তব্য নয় বরং সফরের কারণটাই মুখ্য প্রভাবক।
অ্যারিজোনা পৌঁছে অবশ্য ট্রাম্প অর্থনীতি উন্মুক্ত করার জন্য মানবিক মূল্য পরিশোধ করতে হতে পারে বলে স্বীকার করেন।
'কোনোকিছু ঠিক আছে আমি তা বলছিনা। কিছু মানুষ কি নতুন করে আক্রান্ত হবে? অবশ্যই হবে। কেউ কেউ কি মারাত্মক অসুস্থ হয়ে পড়বে? হ্যাঁ এমনটাও হতে পারে। তবে আমাদের দেশকে সচল করতে হবে। এজন্য খুব দ্রুত দেশকে উন্মুক্ত করতেই হবে।'
ট্রাম্প হানিওয়েলে কোম্পানির ওই কারখানা পরিদর্শনকালে শুধুমাত্র সুরক্ষা চশমা পড়েছেন। মাস্ক না পড়ার ব্যাপারে তিনি বলেন, কারখানার পরিবেশ অসুরক্ষিত হলে আমি অবশ্যই মাস্ক পড়তাম।
তবে ট্রাম্প নিজে মাস্ক না পড়লেও তার সকল সিক্রেট সার্ভিসের নিরাপত্তারক্ষী,শীর্ষ কর্মকর্তা এবং উপস্থিত গণমাধ্যম কর্মীরা ওই সময় সুরক্ষা মাস্ক ও গগলস পড়েছেন।