মাছের মৃত্যুতে শোকার্ত খোদ প্রেসিডেন্ট!
জাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত মাছের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট এডগার লুঙ্গু।
কপারবেল্ট ইউনিভার্সিটির (সিবিইউ) শিক্ষার্থীরা পদযাত্রা ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শোক প্রকাশ করেছে।
দেশটিতে টুইটার হ্যাশট্যাগে শীর্ষে আছে 'মাফিশি' নামে পরিচিত মাছটি। পরীক্ষার সময় মাছটি সৌভাগ্য এনে দেয়, গত দুই যুগ ধরে এমনটাই বিশ্বাস করে আসছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মাফিশি শব্দটি স্থানীয় বেম্বা ভাষার, এর অর্থ 'বড় মাছ'।
বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের প্রেসিডেন্ট লরেন্স কাসোন্দে জানান, মাছটির বয়স অন্তত ২২ বছর এবং গত ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের পুকুরেই বাস করেছে। মাছটিকে মাটি চাপা দেয়ার প্রস্তুতি চলছে এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে বলেও জানান এই ছাত্রনেতা।
বিবিসি জাম্বিয়ার প্রতিবেদক জানান, বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষার্থীরা সৌভাগ্যের আশায় মাছটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পরীক্ষা দিতে যেতো।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এডউইন নাম্বো মাছটিকে বিশ্ববিদ্যালয়ের প্রতীক উল্লেখ করে বলেন "পরীক্ষার আগে, জীবনের কঠিন সময়ে মাছটিকে পুকুরে সাঁতার কাটতে দেখলেই প্রশান্তি অনুভব করতাম।"
মাছটির মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। তার স্ট্যাটাসে মহাত্মা গান্ধীর এক বাণী উল্লেখ করেন তিনি। 'একটি জাতির বিশালতা ও নৈতিক সমৃদ্ধি প্রকাশ পায় সে কিভাবে তার প্রাণীদের সাথে আচরণ করে তার মধ্যে দিয়ে।'
দেশটির বিরোধী দলীয় নেতা হাকাইন্দে হিচিলেমাও মাছটির মৃত্যুতে শোক প্রকাশ করেন।