ভিয়েতনামে করোনাভাইরাসে প্রথম মৃত্যু
করোনাবিশ্বের বিস্ময় হয়ে এতদিন এ ভাইরাসে কোনো প্রাণহানি ঘটেনি ভিয়েতনামে। সেই বিরল সাফল্যে প্রথম থাবা বসাল কোভিড-১৯।
হোই আন শহরে ৭০ বছর বয়সী এক নাগরিক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রায় ১০০ দিন কোনো আক্রান্তের ঘটনা না ঘটলেও এ সপ্তাহের শুরুতে দা নাং অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এর মধ্যে ওই ব্যক্তিও আক্রান্ত হয়েছিলেন।
ভিয়েতনামে জনসংখ্যা প্রায় সাড়ে ৯ কোটি। কোভিড-১৯ বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর সে দেশে এ পর্যন্ত মাত্র ৫০৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর ঘটনা ঘটল এই প্রথম।
- সূত্র: বিবিসি