ভারতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
ভারতে কোভিড-১৯ এক হাজার ৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। অন্যদিকে আজ বুধবার নাগাদ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৩২ জনে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে এসব সংখ্যা নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়টি জানায়, গত ২৪ ঘণ্টায় ৭৩ জন মারা গেছেন, দৈনিক মৃতের সংখ্যায় এটি একটি বড় উত্থান। গত ১০ দিনে নতুন করে ভাইরাস আক্রান্তের সংখ্যা এবং মৃতের হার- দুটোই দ্বিগুণ হারে বেড়েছে।
এদিকে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে প্লাজমা থেরাপি দেওয়া যায় কিনা তা পরীক্ষা করে দেখছে দেশটির সরকার। পরীক্ষানিরীক্ষার পরেই তা নিরাপদ মনে করলে সরকার তা রোগীদের চিকিৎসায় ব্যবহারের অনুমতি দেবে। বর্তমান অবস্থায় তা ব্যবহারে রোগীর প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে এর আগে দিল্লিতে একটি সফল পরীক্ষার পর পদ্ধতিটির প্রয়োগ নিয়ে অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন।
এদিকে দেশটির রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় দাঙ্গা পুলিশ বা সিআরপিএফের একটি ব্যাটালিয়নে করোনাভাইরাসের সংক্রমণে এর ৪৭ জন সদস্য আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এক জওয়ান গতকাল মারা গেছে। ৩১তম ওই ব্যাটালিয়নে মোট এক হাজার জওয়ান ও অফিসার রয়েছে। তারা বর্তমানে দিল্লির ময়ূর বিহারের কাছে একটি ব্যারাকে কোয়ারেন্টিনে আছে।
ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণের রাজ্য মহারাষ্ট্রে। গতকাল সারাদিনে সেখানে নতুন করে ৭২৯টি সংক্রমণ শনাক্ত করা গেছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা উন্নীত হয় ৯ হাজার ৩১৮ জনে। একদিনে মৃতের সংখ্যাতেও ভারতের মধ্যে সবার আগে প্রদেশটি। মঙ্গলবার নাগাদ ৩১ জন মারা গেছে সেখানে। এর মৃতের সংখ্যা ৪শ জনে উন্নীত হয়।