ভারতে কোভিড-১৯ শনাক্ত অর্ধকোটি ছাড়াল
মহামারি করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারতে। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের পর একমাত্র দেশ হিসেবে ৫০ লাখের ক্লাবে যোগ দিল দক্ষিণ এশিয়ার বিশাল এই দেশটি।
মঙ্গলবার সারাদিনে ভারতে মারা গেছেন এক হাজার ২৮৩ জন। একইসময় ৯১ হাজার ১২০টি কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয় প্রতিবেশী দেশটিতে।
সাম্প্রতিক মৃত্যুর ঘটনাসহ ভারতে এপর্যন্ত ৮২ হাজার ৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।
ভারতে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনা সংক্রমণ যেন লাভ করেছে অপ্রতিরোধ্য গতি। বিগত ১৪ ধরে দৈনিক ৮০ হাজার বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। বিশ্বের অন্য সকল দেশের তুলনায় গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণের সংখ্যাতেও শীর্ষে আছে দেশটি। অথচ জুনের মাঝামাঝি সময়ে দৈনিক সংক্রমণ সংখ্যা ৫০ হাজারের ঘরে ছিল।
সবমিলিয়ে করোনায় প্রভাবিত দেশের তালিকায় এখন যুক্তরাষ্ট্রের পরই উঠে এসেছে ভারতের নাম। মৃতের সংখ্যায় বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে থাকলেও, কোভিড সংক্রমণে ভারতীয়দের মৃত্যুহার শীর্ষে থাকা অন্যান্য দেশগুলোর তুলনায় অবশ্য অনেক কম।
গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মাত্র ৮ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। মহামারি হিসেবে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বর্তমানে প্রতি ১৬ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে।
করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ৬৬ জন মানুষের দেহে।
মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ১৯২ জন। বিশ্বজুড়ে করোনার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত ১৭ এপ্রিল। সেদিন ৮ হাজার ৪৯৪জন রোগী মারা গিয়েছিলেন প্রাণঘাতী এই রোগে।