ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৪ নবজাতকের
ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ৪ নবজাতক মারা গেছে। সোমবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে ভোপালের সরকারি কমলা নেহেরু শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। এসময় নবজাতক-সেবা ইউনিটে ৪০ জন শিশু ছিল বলে জানান সরকারি কর্মকর্তারা।
আগুন নেভাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে দমকলকর্মীদের।
আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে এ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়া, ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৪ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নিরাপত্তা মান সবসময় কঠোরভাবে অনুসরণ না করায় ভারতের হাসপাতালগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে রোববার মহারাষ্ট্রের এক হাসপাতালের কোভিড আইসিইউতে আগুন লেগে প্রাণ যায় ১১ রোগীর।
সূত্র: বিবিসি