ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

করোনাভাইরাস প্রতিরোধে ভারতজুড়ে চলছে টানা লকডাউন। এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতি ভবনেও পাওয়া গেল প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের সদস্যের ধরা পড়ল কোভিড-১৯। এ ঘটনায় রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে থাকা ১২৫ পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
ওই পরিচ্ছন্নতাকর্মীর পুত্রবধূর মা সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের সবাই তার শেষকৃত্যে যোগ দিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পর গত সপ্তাহে ওই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়। রেজাল্ট আসে সোমবার। তাতে ওই ব্যক্তির পুত্রবধূর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। খবর জি নিউজের।
অন্য কোনো সদস্যের শরীরে ভাইরাসটি পাওয়া না গেলেও সবাইকে আইসোলেশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হয় কমপ্লেক্সের স্যানিটাইজেশনের কাজও। এদিকে, রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের বাসিন্দাদের এমন উদাসীন আচরণ ঘিরে প্রশ্ন উঠছে।
ওই কমপ্লেক্সে কোয়ার্টার রয়েছে মোট ১২৫টি । সেগুলোর প্রতিটি পরিবারকে সেল্ফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত ওই পরিবারের কোয়ার্টারের সংলগ্ন ২৫টি পরিবারের বাসিন্দাদের রাখা হয়েছে কড়া নজরদারিতে। বাকি পরিবারগুলোকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কমপ্লেক্সের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।
কোভিড-১৯ এ ভারতে এপর্যন্ত ১৮ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৯২ জন।