বিশ্বের বিখ্যাত ভাড়াটে সৈনিক ম্যাড মাইক

বিশ্ব গণমাধ্যমে মাইকেল হোয়ারে অধিক পরিচিত ম্যাড মাইক নামে। ১৯১৯ সালে ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে এক আইরিশ দম্পত্তির ঘরে সেইন্ট প্যাট্রিকস ডে’তে জন্ম নেন মাইকেল হোয়ারে। ১৯৬০ সালে কঙ্গোতে পরিচালিত সামরিক অভিযান তাকে বিশ্বখ্যাতি এনে দেয়। কিন্তু এর দুই দশক পরের আরেক সামরিক অভিযান তাকে ঘিরে বিতর্ক ও হাস্যরসের সৃষ্টি করেছিল।
১৯৮১ সালে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ রাষ্ট্র সিসিলিসে এক অভ্যুত্থানের চেষ্টা করেন মাইকেল ও তার সহযোগীরা। ওই অভ্যুত্থান চেষ্টা শুরতেই ব্যর্থ হলে তাকে কারাগারে যেতে হয়। এভাবে সেখানেই তার ভাড়াটে যোদ্ধা জীবনের ইতি ঘটে। এরপর থেকে তিনি অবসরে চলে যান এবং বসবাস করছিলেন দক্ষিণ আফ্রিকার ডারবানে। খবর বিবিসির।

পুত্র ক্রিস হোয়ারে জানান, গত রোববার ডারবানের একটি বৃদ্ধাশ্রমে তার পিতা মাইকেল হোয়ারে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মূলত বার্ধক্যজনিত রোগই তার মৃত্যুর কারণ। ক্রিস হোয়ারে তার পিতার জীবন দর্শন সম্পর্কে বলেন, মাইকেল বিশ্বাস করতেন বিপদের মাঝে বেঁচে থেকেই জীবনের শীর্ষ উপলদ্ধিগুলো অর্জন করা সম্ভব। এমন বিশ্বাস থাকা স্বত্ত্বেও তিনি যে শত বছর বেঁচেছেন এটাই বিস্ময়কর।