বালি দ্বীপে নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন
তিপ্পান্নজন ক্রুসহ নিখোঁজ হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা।
সাবমেরিনটি বুধবার বালি দ্বীপের উত্তরে একটি ড্রিলে অংশ নিয়ে, সেখান থেকে রিপোর্ট করতে ব্যর্থ হয় এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার সেনা প্রধান জানিয়েছেন, কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনের সন্ধানে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।
ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরকে অনুসন্ধানে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে। তবে এখনো এ বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
জার্মানির নির্মিত সাবমেরিনটি বুধবার ভোরে বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) দূরে সমুদ্রে নিখোঁজ হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইডজোজোনো এএফপি সংবাদ সংস্থাকে বলেন, "নৌবাহিনী বর্তমানে সাবমেরিনটির সন্ধান করছে। এলাকাটি আমাদের পরিচিত হলেও বেশ গভীর"।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সাবমেরিনটিকে গভীর জলে যাবার সিগন্যাল দেওয়ার পরেই এটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিন ইন্দোনেশিয়ার পরিচালিত পাঁচটি সাবমেরিনের একটি।
সংবাদ সংস্থা রয়টার্স এর তথ্যানুসারে, সাবমেরিনটি ১৯৭০-এর দশকের শেষের দিকে তৈরি করা হয়, দক্ষিণ কোরিয়ায় দুই বছরের জন্য মেরামতে ছিল সাবমেরিনটি, ২০১২ সালে মেরামতের কাজ শেষ হয়।
নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, "এই প্রথম ইন্দোনেশিয়া তার একটি ডুবোজাহাজ হারিয়েছে।''
প্রায় একই রকম ঘটনায় ২০১৭ সালে, আর্জেন্টিনার একটি সামরিক সাবমেরিন দক্ষিণ আটলান্টিকে ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হবার এক বছর পর খুঁজে পাওয়া যায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ।