বার্লিনে গুলিতে নিহত ১, আহত ৪
শুক্রবার শেষ রাতে জার্মানির বার্লিনের একটি মিউজিক ভেন্যুর বাইরে গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার এ খবর জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
বার্লিন প্রসিকিউটরের মুখপাত্র মোনা লরেঞ্জ জানান, শহরটির কেন্দ্রস্থলে অবস্থিত পোস্টডেমার প্ল্যাটজের কাছাকাছির মিউজিক ভেন্যু টেম্পোড্রম। এটির বাইরে এক বা একাধিক লোক গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনায় ৪২ বছর বয়সী এক লোক নিহত হন। আহত চারজনের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর। অবশ্য গুলিতেই ওই লোক মারা গেছেন কি না- সে তথ্য নিশ্চিত করতে পারেননি লরেঞ্জ।
গোলাগুলির কারণ এখনও জানতে পারেননি তদন্তকারীরা। তবে এটিকে তাদের কাছে সন্ত্রাসবাদী ঘটনা বলে মনে হচ্ছে না।
বাইরে যখন গুলির ঘটনা ঘটেছে, টেম্পোড্রমের ভেতরে তখন একটি টার্কিস কমেডি চলছিল।
ইউরোপিয়ান যেসব রাজধানীতে এ ধরনের খুনের ঘটনা বেশি ঘটে, বার্লিন সেগুলোর অন্যতম।