বছরের শেষ সূর্যগ্রহণ আজ
বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ (৪ ডিসেম্বর)। বিশ্বের দক্ষিণ গোলার্ধের কিছু দেশে সম্পূর্ণ বা আংশিকভাবে দেখা যাবে এটি।
সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সারিতে থাকলে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখনই সূর্যগ্রহণ ঘটে।
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানায়, "এসময় আকাশ খুব অন্ধকার হয়ে যায়। সূর্যগ্রহণের সময়ই মানুষ সূর্যের বাইরের বায়ুমণ্ডল দেখতে পায়। সাধারণত সূর্যের উজ্জ্বল আলোর কারণে বায়ুমণ্ডল অস্পষ্ট থাকে।"
এবার একমাত্র অ্যান্টার্কটিকা থেকেই সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
এছাড়া সেন্ট হেলেনা, নামিবিয়া, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ জর্জিয়া এবং স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ক্রোজেট দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, চিলি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে আংশিক গ্রহন দেখা যাবে বলে জানিয়েছে নাসা।
বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও নাসার লাইভ স্ট্রিমিং পরিষেবা ব্যবহার করে ইভেন্টটি দেখতে পারে দেশের মানুষ।
গ্রহণের সময় আবহাওয়া পরিষ্কার থাকলে অ্যান্টার্কটিকা থেকে পূর্ণগ্রহণ সম্প্রচার করবে নাসা।
- সূত্র- হিন্দুস্তান টাইমস