ফেসবুকে ‘ফার্স্টবয়’ ট্রাম্প, ‘সেকেন্ড’ মোদি
সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এই সফরে তিনি গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন।
আসন্ন সফর নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ট্রাম্পের। এ নিয়ে টুইট বার্তা দিয়েছেন তিনি। ভারতে ফেসবুকের জনপ্রিয়তা মাথায় রেখে শনিবার সকালে তিনি লিখেছেন, ‘মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুকে আমিই ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি রয়েছেন ২ নম্বরে। ভারত সফরের দিন গুণছি আমি।’
২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাকে দারুণভাবে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির। খবর এনডিটিভির।
ট্রাম্পের টুইটের উত্তর টুইটেই দিয়েছেন মোদি। লিখেছেন, ভারতের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে এমনভাবে স্বাগত জানানো হবে, যেন তিনি সারাজীবন মনে রাখেন। মোদি জানান, ‘এটি একটি বিশেষ সফর এবং এটি ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ় করতে সাহায্য করবে।’
মোদি আরও লিখেছেন, ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশ বিভিন্ন বিষয়ে পরস্পরকে ব্যাপকভাবে সহযোগিতা করছে। দুই জাতির মধ্যে এই দৃঢ় বন্ধুত্ব শুধু আমাদের নাগরিকদের জন্য নয়, সমগ্র বিশ্বকেও অনুপ্রাণিত করেছে।’
ভারতে পা রেখেই আমেদাবাদে যাবেন ট্রাম্প। সেখানে তিনি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। মোতেরা স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে হাজারও মানুষের সামনে তিনি বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটিতে ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রীও।