পশ্চিমবঙ্গে আরও ৫৮ জনের দেহে করোনাভাইরাস

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গতকাল বৃহস্পতিবার নাগাদ কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যটিতে মোট সংক্রমিতের সংখ্যা ৩৩৪ জনে উন্নীত হলো।
তবে এদিন আরও ২৪ জন ব্যক্তিকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করে রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। তারা ইতোমধ্যেই নিজ নিজ বাড়ি ফিরেছেন। পশ্চিমবঙ্গে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়াদের সংখ্যা উন্নীত হয় ১০৩ জনে । আর গতকাল নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ১৫ জনেই স্থির রয়েছে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার
মুখ্য সচিব রাজিভ সিনহা বলেন, নতুন করে যে ৫৮টি সংক্রমণ ধরা পড়েছে, তার ২২টি ছড়িয়েছে ইতোমধ্যেই আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের মধ্যে। বাকি ৩৬টি কেস বিচ্ছিন্ন ভাবে শনাক্ত করা হয়। এনিয়ে গত এক সপ্তাহে ২৪২টি নতুন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত করা গেল।
'নতুন সংক্রমণের ঘটনাগুলি কলকাতা পৌরসভা (সিএমসি), হাওড়া, উত্তর২৪-পরগণা, পূর্ব মেদিনীপুর এবং হুগলীতে পাওয়া গেছে' বলেই জানান তিনি।
এছাড়া, রাজ্যটির নয়টি জেলা; কুচ বিহার, আলিদুয়ারপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি। এই সকল এলাকাকে আপাতত নিরাপদ এলাকা বা 'গ্রিন জোনের' কাতারে রেখেছে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। ১১টি জেলাকে রাখা হয়েছে আংশিক ঝুঁকির কাতারে, এসব জেলায় সংক্রমণের ঘটনা ঘটলেও তার সংখ্যা কম।
মুখ্য সচিব আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৫৩ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত রাজ্যের ১২টি গবেষণাগারে করা মোট টেস্টের সংখ্যা ৭ হাজার ৯৯০টিতে উন্নীত হলো।
এছাড়াও, রাজ্য সরকার প্ররচালিত ৫৮২টি কোয়ারেন্টিন সেন্টারে ১৫ হাজার ৭৮৪ জনকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এদের মধ্যে ১১ হাজার ৮৯ জনকে বাড়ি ফিরে গেছেন।
আরও ২৮ হাজার ৪৩৩ জনকে হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যা সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে কিনা তার খোঁজখবর রাখছে স্থানীয় প্রশাসন।