নিউজিল্যান্ড লকডাউন

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষায় আগামী চার সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রোববার দেশটির প্রশাসন এ ঘোষণা দেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে খবর প্রকাশ করা হয়েছে।
দেশটিতে এ পর্যন্ত ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে এখনও কেউ মারা যায়নি।
এর আগে গত শুক্রবার বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
সোমবার পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৯৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৮৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জন।
সারাবিশ্বে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।