নাইজারে শ্রেণিকক্ষে আগুন লেগে প্রাণ গেল ২৫ শিশুর
দক্ষিণ নাইজারের একটি স্কুলের শ্রেণিকক্ষে আগুন লেগে পাঁচ থেকে ছয় বছর বয়সী অন্তত ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দেশটির মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে এ খবর জনানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ১৪ জন শিশু আহত হয়েছে, এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
স্কুলটি রাজধানী নিয়ামে থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) পূর্বে মারাদি শহরে অবস্থিত।
নাইজারের আঞ্চলিক শিক্ষা পরিচালক মামান হাদি বলেন, "এই মুহূর্তে আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।"
দেশটিতে ক্লাস স্থগিতের পাশাপাশি মারাদিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
চলতি বছরে নাইজারের শ্রেণিকক্ষে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে এপ্রিলে রাজধানী নিয়ামেতেই আরও একবার শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনায় মারা যায় ২০ শিশু।
মর্মান্তিক দুটি অগ্নিকাণ্ডের পর সোমবার মন্ত্রিপরিষদ বলেছে, খড়ের তৈরি কুঁড়েঘরে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদের ক্লাস নেওয়া উচিত নয়।
- সূত্র-রয়টার্স