নন্দীগ্রামে মাত্র ৬ ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
করোনা মহামারির কালো ছায়া আগেই কেড়ে নিয়েছে নির্বাচনের সকল আলো। এর মধ্যেই রবিবার শুরু হল ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা।
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের ওপরে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারী।
এছাড়া সেখানে তৃতীয় পক্ষ হিসেবে ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন পরিচিত ছিলেন তৃণমূল নেতা হিসেবেই। বর্তমানে তিনি যোগদান করেছেন বিজেপিতে।
সকাল ৮টা থেকে রাজ্যের ভোটগণনা শুরু হয়েছে। নন্দীগ্রামে প্রথমে পোস্টাল ব্যালট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৭ রাউন্ডে গণনা হবে। ২১টি টেবিলে আলাদা আলাদা করে গণনা করবেন ভোটকর্মীরা।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ১৬ তম রাউন্ড ভোটগণনা শেষে নন্দীগ্রামে মাত্র ৬ ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকবার এগিয়ে গেলেও ভোট গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন তিনি। এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু।
প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে শুভেন্দুর লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০। তৃতীয় রাউন্ড শেষে ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু। কিন্তু ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। সর্বশেষ পঞ্চদশ রাউন্ড শেষে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬তম রাউন্ডে এসে ৬ ভোটে এগিয়ে যায় শুভেন্দু অধিকারী।