ধর্ষণের শাস্তি হতে হবে কঠোর: ইমরান খান
মৃত্যুদণ্ড কিংবা রাসায়নিকের প্রয়োগে অভিযুক্তের যৌন ক্ষমতা কেড়ে নেওয়া- ধর্ষণের মতো অপরাধে এটাই একমাত্র কার্যকর সাজা হওয়া উচিত। এমন শাস্তি নিশ্চিত করা গেলেই একমাত্র আটকানো যাবে যৌন অপরাধীদের— এমনটাই মত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। সম্প্রতি লাহোরে এক নারীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। সেই সূত্র ধরেই এক টিভি সাক্ষাৎকারে সোমবার এই মন্তব্য করেছেন ইমরান খান, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
গত বুধবার পাকিস্তানের লাহোরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক নারীকে গাড়ি থেকে টেনে নামিয়ে এনে তার সন্তানদের সামনেই ধর্ষণ করে দুই দুষ্কৃতিকারী। এই ঘটনায় উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। সোমবার অভিযুক্তদের এক জনকে গ্রেফতার করা হয়।
ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান ইমরান খান। তার মন্তব্য, ''রাস্তার মোড়ে নিয়ে গিয়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।''
ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে রাসায়নিকের প্রয়োগে অপরাধীর যৌন ক্ষমতা কেড়ে নেওয়াকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরাল মত দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তার কথায়, ''খুনের ক্ষেত্রে যেমন 'ফার্স্ট, সেকেন্ড বা থার্ড' ডিগ্রির নিরিখে অপরাধের বিচার হয়, ধর্ষণের ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত।''