দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিনটি গাড়ীর কাঁচ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ওই দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিট নাগাদ জিন্দল হাউসের বাইরে এপিজে আবদুল কালাম রোডে মুদৃ ইম্প্রোভাইসড একপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়। জিন্দল হাউস থেকে কয়েক মিটার দূরত্বে অবস্থিত ইজরায়েলের দূতাবাস। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। শুধুমাত্র তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িগুলির কাঁচ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ডিভাইডারের একটি অংশের ঘাসও উঠে এসেছে।
হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, কন্ট্রোলে রুমে বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ।
একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, জিন্দল হাউসের ডিভাইডারের কাছে একটি ফুলের টবে আইইডি পাওয়া গিয়েছে। সম্ভবত চলন্ত গাড়ি থেকে সেটি ছোড়া হয়েছিল। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা পর্যালোচনা করতে এপিজে আবদুল কালাম রোডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে দিল্লি পুলিশ। নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের ফরেন্সিক দল। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনসিজি) এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও সে বিষয়ে জানানো হয়েছে।
ইজরায়েলের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাকে 'সন্ত্রাসবাদী কার্যকলাপ' হিসেবে দেখছে ইজরায়েল।