ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো ফেসবুক
আগের মতোই বিরূপ মতাদর্শ প্রচার অব্যাহত রাখায় সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সচল না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতঃপূর্বে গত জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তার সমর্থকদের সহিংস হামলার ঘটনায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সামাজিক মাধ্যমটি।
বার্তা সংস্থা সিএনএন- এর রাজনৈতিক বিশ্লেষক জ্যাকি কুইনিচ বলেন, "ক্যাপিটলে হামলার পূর্বে তিনি যেমন উগ্র বার্তা দিতেন, তেমন ধারাই অব্যাহত রেখেছেন। তিনি এখনও নির্বাচনে ভোট চুরির অভিযোগ করছেন।"
এব্যাপারে আজ বুধবার (৫ মে) ফেসবুকের নিজস্ব আদালতের মতো কর্তৃপক্ষ ওভারসাইট বোর্ড বলেছে, ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার অধিকার তাদের রয়েছে।
জ্যাকি কুইনিচ জানান, "ট্রাম্পের ব্যাপারে সামাজিক মাধ্যমটির বিশেষজ্ঞদের মতামত খুব একটা পরিবর্তন হয়নি। তবুও কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিলেন সে ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানা যাবে। তবে বামপন্থী রাজনীতিক দর্শনে বিশ্বাসীরা মনে করেন, ট্রাম্পের অ্যাকাউন্ট সচল হলে তা উত্তেজনা উস্কে দেবে। এমন উদ্বেগ ফেসবুকের সিদ্ধান্তে প্রভাব ফেলে থাকতেও পারে।"
- সূত্র: সিএনএন