চীনে নিষিদ্ধ বিবিসি
চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির টেলিভিশন এবং রেডিও নিয়ন্ত্রক এ ঘোষণা দেয়।
করোনাভাইরাস সংক্রমণ ও উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেদন করায় চীন আগে থেকেই বিবিসির সমালোচনা করে আসছিল।
বিবিসি প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা চীনের এই সিদ্ধান্তে 'হতাশ'।
ঘোষণায় চীনের রাষ্ট্রীয় সিনেমা, টেলিভিশন এবং রেডিও প্রশাসন জানায়, বিবিসি চীনের সম্প্রচার নীতিমালার 'গুরুতর লঙ্ঘন' করেছে যার মধ্যে ' সংবাদের সত্যতা ও নিরপেক্ষতা' এবং 'চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর নয়' অন্তর্ভুক্ত।
অন্তত এক বছরের জন্য বিবিসির সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা করেছে চীন।
বিবিসি তাদের বিবৃতিতে জানায়, 'চীনা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ। বিবিসি বিশ্বের সবচাইতে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং আমরা সারা বিশ্ব থেকে ন্যায্য, নিরপেক্ষ এবং কোন প্রকার ভয় বা পক্ষপাতিত্ব না করে সংবাদ সংগ্রহ করি'।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এই সিদ্ধান্তের ফলে 'গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত' করা হয়েছে।
বিবিসি ওয়ার্ল্ড নিউজ বিশ্বব্যাপী ইংরেজিতে সংবাদ প্রচার করে থাকে। চীনে আগে থেকেই এ সংবাদমাধ্যমের সম্প্রচার সীমিত ছিল।
শুধু আন্তর্জাতিক হোটেল ও কিছু কূটনৈতিক এলাকায়ই বিবিসি সম্প্রচারিত হতো। অর্থাৎ চীনের বেশিরভাগ মানুষই বিবিসির প্রচারিত সংবাদ দেখতে পেত না।
মার্কিন পররাষ্ট্র দফতর চীনের এই সিদ্ধান্তের নিন্দা করেছে; একে চীনের গণমাধ্যমের স্বাধীনতা দমনের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে চীন ও যুক্তরাজ্যের সম্পর্কে অবনতি ঘটে।