চীনের বিরুদ্ধে মার্কিন অঙ্গরাজ্যের মামলা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য করোনাভাইরাস সৃষ্ট বিপর্যয়ের কারণে চীন সরকারের বিরুদ্ধে মামলা করেছে। চীনা কর্মকর্তারা এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য দায়ী বলেই মামলায় অভিযোগ আনা হয়েছে।
বুধবার মিসৌরির অ্যাটর্নি জেনারেল স্বয়ং একটি ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে, 'চীনা কর্মকর্তারা মিসৌরিসহ পুরো বিশ্বজুড়ে অগণিত মৃত্যু, ভোগান্তি এবং অর্থনৈতিক ক্ষতি ঘটিয়েছেন' বলে সেখানে উল্লেখ করা হয়।
মিসৌরির রিপাবলিকান রাজ্য সরকারের অ্যাটর্নি জেনারেল এরিক স্কিমিট বলেছেন, চীন কোভিড-১৯ ভাইরাসের ঝুঁকি সম্পর্কে বিশ্বের কাছে মিথ্যাচার করেছে। এমনকি ভাইরাসের বিস্তার রোধেও তারা যথেষ্ট সতর্ক ছিল না। তাই কোভিড-১৯ এখন বিশ্ব মহামারিতে রুপ নিয়েছে। এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক সঙ্কটের কারণে- তার রাজ্য দেশটির বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা করেছে।
লিখিত এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।
সেখানে তিনি আরও বলেন, চীন সরকার শুধু বিশ্বের কাছে মিথ্যাচার করেনি, এই নিয়ে যারা গোপনীয়তা ভঙ্গের চেষ্টা করেছে তাদের শাস্তিও দিয়েছে। সেই তুলনায় রোগটি নিয়ন্ত্রণে তাদের তেমন চেষ্টা ছিল না। এইজন্য তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক চিমেনে কিটনার বলেন, বর্তমান অবস্থায় মামলার মাধ্যমে চীনের ওপর কতটা চাপ সৃষ্টি করা যাবে তা এখনও পরিষ্কার নয়। বিশেষ কিছু ক্ষেত্রে বাদে, সাধারণত মার্কিন আইন অন্য দেশের বিরুদ্ধে নিজ নাগরিকদের মামলা দায়েরে অনুৎসাহিত করে।
যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে এই মামলার গ্রহণযোগ্যতা নেই এবং এই নিয়ে চীনের বিরুদ্ধে মামলা করার ঝামেলা পোহানোর কোনো মানে নেই, বলেই কিটনার তার লেখা এল ব্লগ পোস্টে মন্তব্য করেছেন।
মিসৌরির ডেমোক্র্যাট দলের নির্বাহী পরিচালক লড়েন জেপার্ড এই মামলাকে একটি রাজনৈতিক 'প্রদর্শনী' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল নিজে আগামী নির্বাচনে প্রার্থী, এজন্য নিজের সমর্থনের ভিত্তি মজবুত করতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।