গুজরাটের করোনা হাসপাতালে আগুন, নিহত ১৮ রোগী
আবারও আগুন লাগল ভারতের গুজরাটের একটি করোনাভাইরাস হাসপাতালে। শুক্রবার মধ্যরাতের পর ভাইরুচের একটি বেসরকারি করোনাভাইরাস হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ আইসিইউতে আগুন লাগে। ২৪ জন রোগী ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন।
দমকল বাহিনী এসে আরও কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে পাঠায়। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কী কারণে ভারতের একাধিক করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।