গুগলের বিরুদ্ধে ডেইলি মেইলের মামলা
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল এবং মেইল অনলাইনের কর্ণধার। সার্চের ফলাফল নিয়ন্ত্রণ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, অনলাইন বিজ্ঞাপনে গুগলের বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণ রয়েছে। তাদের মার্কেটপ্লেসে যথেষ্ট বিজ্ঞাপনের স্পেস বিক্রি না করলে প্রকাশকদের সার্চ রেজাল্টের র্যাঙ্ক নামিয়ে দেয় গুগল। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেছে অভিযুক্ত প্রতিষ্ঠান গুগল।
ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ ওয়েবসাইট মেইল অনলাইন। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিমাসে ৭৫ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী পাঠ করে এই ওয়েবসাইটের সংবাদ।
ডেইলি মেইলের ও মেইল অনলাইনের উদ্বেগ মূলত শুরু হয় এ বছর ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ বিষয়ক সংবাদ অনুসন্ধানের ফলাফল থেকে।
এসময় সার্চ রেজাল্টে মেইল অনলাইনের অনেক সংবাদ নিচের দিকে দেখানো হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
ডেইলি মেইলের সম্পাদক এমেরিটাস পিটার রাইট বিবিসির টুডে প্রোগ্রামকে বলেছেন, সার্চ ইঞ্জিনের এ ধরণের পদক্ষেপ "প্রতিযোগীতা বিরোধী"।…"আমরা মনে করি গুগলের সাথে বোঝাপড়া করার সময় চলে এসেছে"।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান গুগলের এক মুখপাত্র বিবিসিকে বলেন, "ডেইলি মেইলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো বিজ্ঞাপনের ওয়েবসাইট গুগল অনুসন্ধানে কীভাবে আসে সে বিষয়ে আমাদের বিজ্ঞাপন প্রযুক্তি সরঞ্জামগুলো ব্যবহারের কোনও পক্ষপাত নেই"।
তিনি আরো বলেন, "বরং অ্যামাজন, ভেরিজনসহ কয়েক ডজন বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থাকে নিজেদের বিজ্ঞাপনের স্পেস বিক্রয় এবং পরিচালনায় ব্যবহার করে ডেইলি মেইল। …আমরা ডেইলি মেইলের এমন অভিযোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব"।
গুগলের বিরুদ্ধে মামলার ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও মার্কিন বিচার বিভাগসহ বেশ কয়েকটি রাজ্যে অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা অনাস্থা সংক্রান্ত একাধিক মামলার সম্মুখীন হয়েছে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।
- সূত্র- বিবিসি