কোনো চাপেই সিএএ থেকে না সরার হুঙ্কার মোদির
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএনএন) ঘিরে সারা ভারতে চলছে বিক্ষোভ। এই আইন কার্যকর না করার দাবিতে প্রতিদিনই রাজপথে নামছেন শিক্ষার্থী, রাজনীতিক, তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। তবু সিএএ চালু করার সিদ্ধান্তে অটল থাকার ব্যাপারে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে তিনি হুঙ্কার দিয়ে জানান, কোনো চাপেই আইনটি চালু করা থেকে পিছু হটবেন না। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
দিল্লিতে পুনঃনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন মোদি। নিজ দলের শোচনীয় পরাজয়ের কারণে অবশ্য সেখানে তিনি যাননি। বরং বারাণসীতে এক জনসভায় দাবি করেন, ভারতের স্বার্থেই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং সিএএ-এর মতো আইন প্রবর্তন করা জরুরি।
মোদি তার বক্তব্যে সিএএ-বিরোধীদের তুমুল সমালোচনা করেন। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, সে সময় কৃষ্ণ মেনন রোডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল শাহিন বাগের হাজার হাজার প্রতিবাদী মানুষ। তাদের মিছিলে বারবার উঠে এসেছিল সিএএ-এর বিরোধিতা।
এই আইন প্রসঙ্গেই অমিত শাহের সঙ্গে আলোচনায় বসার উদ্দেশ্য ছিল তাদের। কিন্তু অনুমতি না থাকায় সেটি তারা করতে পারেননি।