করোনা মোকাবিলায় মমতার বিশেষ বোর্ডে নোবেলজয়ী অভিজিৎ

করোনাভাইরাস মোকাবিলায় দিনরাত এক করে কাজ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব মহামারির এই সংকট উত্তরণ এবং সেখান থেকে 'আগামী দিনের দিশা' দেখানোর জন্য, তিনি গঠন করেছেন একটি বিশেষ বোর্ড।
গত সোমবার রাজ্য সরকারের সচিবালয় 'নবান্নে' আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, "আমরাই প্রথম রাজ্যে, যেখানে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করতে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে, সবকিছু নিয়ে গ্লোবাল 'অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্টবেঙ্গল' তৈরি করছি। এই বোর্ডে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
এমসয় মমতা আরও বলেন, 'আগে ছিল নোটবন্দি, আর এখন ঘরবন্দি। এখন তো ব্যবসা চলছে না, আয় হচ্ছে না, মানুষ কষ্টের মধ্যে আছে। এই অবস্থায় থেকে কিভাবে নতুন পথের সন্ধান পেতে পারি, কিভাবে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে, কবে রোগ উধাও হবে জানি না, সবটাই অনিশ্চিত। দুর্যোগ আসে যখন, আগামী দিনের পরিকল্পনা করে রাখতে হয়। এসব পরিকল্পনা করাই হবে নতুন বিশেষ বোর্ডের কাজ। লকডাউন উঠলে কী করণীয়, পরামর্শ দেবে এই বোর্ড।'
বোর্ডে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন ডা. স্বরূপ সরকার। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন আঞ্চলিক পরিচালক। আরও থাকছেন ডা.অভিজিৎ চৌধুরী ও ডা. সুকুমার।
এ প্রসঙ্গে মমতা আরও বলেন, "আমরা চাই এই বোর্ড কমিটিতে যাতে ভালো ভালো মানুষ থাকেন। যাঁদের বিদ্যা-বুদ্ধি-মেধা রয়েছে। এমন কিছু মানুষকে সঙ্গে রাখতে চাই এই কমিটিতে। এর সদস্যরা আমাকে পরামর্শ দিয়ে সাহা্য্য করবেন।