করোনায় সব ধরনের ভিসা বাতিল করলো ভারত

ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে দেশটিতে সব ধরনের ভিসা বাতিল করেছে সে দেশের সরকার।
বুধবার করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরপরই বুধবার রাতে এ ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরণের ভিসা বন্ধ এবং বাতিল করা হয়েছে। তবে কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসার আওতাধীনরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর হবে।
এছাড়াও রাজ্য সরকারগুলোকে ব্রিটিশ আমলের 'মহামারি রোগ আইন, ১৮৯৭' প্রয়োগের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই আইনের বলে গণপরিবহনে চলাচলকারী জনগণকে পরীক্ষা করা এবং প্রয়োজন অনুসারে আক্রান্ত ব্যক্তিকে বিচ্ছিন্ন করার ক্ষমতা আছে রাষ্ট্রের।
সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতে ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতালি ফেরত ভারতীয় প্রবাসী।