করোনা ভাইরাস: আক্রান্ত আড়াই লাখ, মৃত ১০ হাজার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দাপট কিছুতেই কমছে না। বরং দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারসের লাইভ তথ্যমতে বিশ্বব্যাপী এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭০১ জন। অন্যদিকে মারা গেছেন ১০ হাজার ৪৪৭ জন।
ওয়েবসাইটটি জানাচ্ছে, এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সেরে উঠেছেন ৮৯ হাজার ৭১ জন। বলা বাহুল্য, এ সবই অফিসিয়াল তথ্য। প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে এর ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ৪১ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ হাজার ৪০৫ জন মারা গেছেন।
অন্যদিকে চীনে আক্রান্ত ৮৯ হাজার ৯৬৭ জন ও মৃত ৩ হাজার ২৪৮ জন, ইরানে আক্রান্ত ১৯ হাজার ৬৪৪ জন ও মৃত ১,৪৩৩ জন, স্পেনে আক্রান্ত ১৯ হাজার ৯৮০ জন ও মৃত ১,০০২ জন।