করোনা ভাইরাসে আক্রান্ত দম্পতির শেষ বিদায়

হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে আছেন দুজনে, ধীর কণ্ঠে একে অপরকে বিদায় জানাচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত এক প্রবীণ দম্পতির এমনই এক হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
প্রবীণ দম্পতির এই ভিডিওটি টুইটারে শেয়ার করে জিয়াং ওয়েই লিখেছেন, "জীবনসঙ্গী কথাটার মানে কি? আইসিইউতে করোনা ভাইরাসে আক্রান্ত দুই প্রবীণ রোগী একে অন্যকে বিদায় জানাচ্ছেন। হয়তো এই শেষবারের মতো দেখা হচ্ছে তাদের, শেষবার সম্ভাষণ জানাচ্ছেন তারা।"
প্রবীণ দম্পতির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়, প্রতিক্রিয়া জানায় শত শত মানুষ।
একজন লিখেছেন, "এই প্রবীণ দম্পতির ভয়াবহ অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ।”
অন্য একজন লিখেছেন, "প্রিয়জনের প্রতি আনুগত্য ... কী দুঃখজনক ভিডিও ... তবে এটি সেই প্রেমের কথা বলে- জীবন ফুরিয়ে গেলেও যে ভালোবাসা শেষ হয় না ..."
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, "মানুষের দুর্ভোগের চিত্রগুলি সত্যিই অকল্পনীয়" "
সম্প্রতি চীনের উহানে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে কমপক্ষে ৪৫০ জন মারা গেছে, সংক্রামিত হয়ে চিকিৎসাধীন আছে প্রায় ২৪ হাজার।