করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সারা পৃথিবীতে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫২ হাজারের বেশি।
আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৪ হাজারের বেশি। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১৩২৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার।
করোনাভাইরাসের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।
এছাড়াও যুক্তরাজ্যে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার সাতশো ছাড়ালো। এদিকে, ব্রাজিলে এদিন ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৭ হাজার ছাড়িয়েছে।
আর বাংলাদেশে মোট ১০ হাজার ১৪৩ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতি এই ভাইরাস, মারা গেছে ১৮২ জন।