করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৩০ লাখ ছাড়াল
২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে দেড় বছরে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ লাখ ১৫ হাজার ১ জন। এছাড়া এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ কোটি ৬ লাখ ৪৩ হাজার ১৬৫ জনের শরীরে।
শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৭১২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। এদের মধ্যে ১ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৪৫২ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ১ লাখ ৬ হাজার ৭৬৯ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৭৯ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৫৭ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন।
মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ আমেরিকার আরেক দেশ মেক্সিকোর অবস্থান। দেশটিতে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৬৯৩ জনের প্রাণ গেছে।
এরপর এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।
এছাড়া ইউরোপের দেশ যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, ফ্রান্স ও জার্মানিতেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ৮ হাজার ১১৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।