করোনায় আক্রান্ত ৩ লাখ, মৃত্যু সাড়ে ১৩ হাজার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ থামছেই না। পৃথিবীর ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে এর ছোবল। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ৯৬ হাজার ৬ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৩ হাজার ৬৭৬ জনের।
এই মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইরান ও ফ্রান্স। তথ্য ওয়ার্ল্ডোমিটারের।
এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে ইতালিতে। সেখানে মারা গেছেন ৪ হাজার ৮২৫ জন। আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ হাজার ৫৭৮ জন। সেরে উঠেছেন ৬ হাজার ৭২ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের নাগরিকরা। ৮১ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছেন; মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ২৬১ জন। সেরে উঠেছেন ৭২ হাজার ৪৪০ জন।
অন্যদিকে স্পেনে নতুন প্রাণহানী ঘটেছে ৩৭২ জনের। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৭৫৩। নতুন আক্রান্ত ৩ হাজার ৭৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৭২। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১২৫ জন।
যুক্তরাষ্ট্রে চতুর্থ সর্বোচ্চ ২৭ হাজার ১২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯১৩। দেশটির ৫০টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ পর্যন্ত ১৭৮ জন সেরে উঠলেও মারা গেছেন ৩৪৯ জন।
জার্মানি ও ফ্রান্সে যথাক্রমে আক্রান্ত ২৩ হাজার ৯৩৭ ও ১৪ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৯৩ ও ৫৬২ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে নতুন ১ হাজার ২৮ জনসহ মোট আক্রান্ত ২১ হাজার ৬৩৮ জন। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নতুন মৃতের সংখ্যা ১২৯।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে ২ জন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।