কমলা ভাসিন আর নেই

নারীবাদী কর্মী, ঔপন্যাসিক এবং ভারতের নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমলা ভাসিন আর নেই। আজ শনিবার ভোররাতে (২৫ সেপ্টেম্বর) হাসপাতালে মারা যান তিনি।
বেশ কয়েক মাস আগে থেকেই তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।
আজ সকালে এক টুইটার বার্তায় প্রথম তার মৃত্যুসংবাদ প্রকাশ করেন মানবাধিকার কর্মী কবিতা শ্রীবাস্তব।
তিনি লিখেছেন টুইটারে লিখেছেন, "আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন ২৫ সেপ্টেম্বর ভোর তিনটায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটি বিরাট এক ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে কমলা থাকবেন।"
সত্তরের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার কমলা ভাসিন, ভারত ছাড়িয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও তার কাজের প্রভাব রয়েছে। ২০০২ সালে তিনি 'সঙ্গত' নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন।
এই নেটওয়ার্কের মাধ্যমে কমলা প্রান্তিক আদিবাসী নারীদের প্রশিক্ষিত করার কাজ করতেন।
'কিউকি ম্যা লারকি হু, মুঝে পাড়না হ্যায়' (আমি মেয়ে, তাই আমাকে পড়তে হবে) নামের কবিতাটির জন্য তিনি বহুল পরিচিত।
এর পাশাপাশি তার লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা বইগুলো অন্তত ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে।
১৯৭২ সালে রাজস্থানের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে গ্রামাঞ্চলের ও শহুরে দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ শুরু করেন তিনি।
১৯৭৬ সাল থেলে ২০০১ সাল পর্যন্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হয়ে কাজ করেছেন তিনি।
২০০২ সালে জাতিসংঘের কাজ ছেড়ে সঙ্গত'র প্রতিষ্ঠাতা সদস্য ও পরামর্শক হিসেবে কাজ শুরু করেন।