একনজরে বিধানসভা নির্বাচনের তারকা প্রার্থীরা
করোনা পরিস্থিতির মধ্যেই ভারতীয় সময় আজ সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আসনে। দেখে নিন পর্দার মত নির্বাচনের মঞ্চেও ভক্তদের ভালবাসায় কে এগিয়ে, কে পিছিয়ে -
প্রাথমিক রাউন্ড শেষে পিছিয়ে আছেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত।
বেহালা পশ্চিমে এগিয়ে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বিজেপির প্রার্থী।
বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকারও রয়েছেন প্রাখমিক ট্রেন্ডে এগিয়ে। এছাড়া চণ্ডীপুরে এগিয়ে সোহম চক্রবর্তী।
এগিয়ে আছেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী কাঞ্চন মল্লিক।
পরিচালক রাজ চক্রবর্তী এগিয়ে আছেন ব্যারাকপুর আসনে; তিনি তৃণমূলের প্রার্থী।
তবে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী এবং বরাহনগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র।
সূত্র-হিন্দুস্তান টাইমস