উহানে আশার আলো, করোনায় নতুন আক্রান্ত নেই

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে দীর্ঘ অন্ধকারের পর আশার আলো ফুটে উঠেছে। সেখানে বুধবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।
উহান শহরেই ৩১ ডিসেম্বর প্রথম করোনার উপস্থিতি ধরা পরে। দ্রুতই এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা চীনে। এরপর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে 'বৈশ্বিক মহামারি' বলে ঘোষণা করে।
হুবেইয়ের হেলথ কমিশনের তথ্যমতে, এ পর্যন্ত প্রদেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৮০০; এর মধ্যে উহানেই ৫০ হাজার ৫ জন। তাই বুধবার নতুন কোনো রোগী শনাক্ত না হওয়া বেশ আশাবাদী করে তুলেছে উহানবাসীদের।
কেননা, কয়েক মাস ধরে করোনা ভাইরাসের সঙ্গে চীন রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছিল। তবে এই প্রথম এ অবস্থার পরিবর্তন চোখে পড়ল বুধবার।
অবশ্য সারা চীনে বুধবার নতুন করে যে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে, তারা সবাই বিদেশ ফেরত। দেশটিতে স্থানীয় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। বুধবার মারা গেছেন ৮ জন।
এ নিয়ে চীনে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৪৫। আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ৭০ হাজার ৪২০ জন বাড়ি ফিরেছেন।