ইন্টারনেট সমস্যার কারণ যখন পুরানো টিভি!
ঘটনাটি ইংল্যান্ডের পাওইস অঞ্চলের অ্যাবারহোসান গ্রামের। এলাকায় প্রতিদিন ঠিক সকাল সাতটায় ব্রডব্যান্ড এর সংযোগ চলে যায়। নিয়ম করে এই ভৌতিক কাণ্ড ঘটছে টানা ১৮ মাস ধরে। কিন্তু কেন হচ্ছে এমন কাণ্ড? অবশেষে ইঞ্জিনিয়ার মাইকেল জোনস এর নেতৃত্বে একটি দল এলাকার সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখতে গিয়ে পেলেন এক পুরানো টিভিই হচ্ছে মূল কালপ্রিট।
ব্যাপারটা হচ্ছে, সেই ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে টিভি চালু করেন। টিভি থেকে এক ধরনের তরঙ্গ নির্গত হয় যা বাতাসে ইন্টারনেটের তরঙ্গকে বাধাগ্রস্ত করে। নাম প্রকাশে অনিচ্ছুক টিভির মালিককে বিষয়টি জানানো হলে তিনি লজ্জিত হন।
গ্রামের সেই বাসিন্দা পরে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছেন। আর কখনো এই টিভি তিনি ব্যবহার করবেন না বলেও কথা দিয়েছেন বলে জানালেন মাইকেল জোন্স।
ফলে ১৮ মাস পরে স্বাভাবিক ইন্টারনেট সুবিধা পাওয়া যাচ্ছে গ্রামটিতে।
কি কারণে ইন্টারনেট সংযোগে সমস্যা দেখা দিতে পারে
বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে মাইক্রোওয়েভ- যেকোন ইলেক্ট্রিক যন্ত্রই ইন্টারনেটের তরঙ্গকে প্রভাবিত করতে পারে বলে জানালেন ব্রিটেনের ওপেনরিচ এর প্রধান প্রকৌশলী সুজান রাদারফোর্ড।
এই ধরণের সমস্যা এড়াতে'ঠিকঠাকমতো নিবন্ধন আছে এমন প্রতিষ্ঠানের কাছ থেকে যাচাই-বাছাই করে ইলেক্ট্রিক যন্ত্রপাতি কেনার পরামর্শ দিলেন তিনি।
আর এরপর যদি কোন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে প্রতিষ্ঠানকে জানালে তারা এসে সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলেন।
সূত্র: বিবিসি