আরব আমিরাতে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি নাগরিকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
গত সোমবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় মোট ১৪ জনের ব্যক্তির শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানায়। এদের মাঝে দুজন ছিলেন বাংলাদেশি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের বরাতে বিষয়টি করেছে রয়টার্স।
এদিকে নতুন করে করোনা সংক্রমিতের মধ্যে চারজন আমিরাতি, তিনজন ইতালিয়, দুজন বাংলাদেশি ও নেপালি এবং একজন করে রাশিয়া, সিরিয়া এবং ভারতীয় নাগরিক রয়েছেন।
এর ফলে আরব আমিরাতে এখন পর্যন্ত শনাক্ত করা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ জনে পৌছালো। এই ভাইরাসে বিশ্বব্যাপী এখন চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ভাইরাস ছড়িয়ে পড়েছে ১০৯টি দেশে। যাতে প্রায় ১ লাখ ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন।
এর আগে গত রোববার বাংলাদেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্তের কথা জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।