আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাতের অবসান
মঙ্গলবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাত এড়াতে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে আজারবাইজান সীমান্তে সংঘর্ষ বন্ধ হয়েছে বলে নিশ্চিত করেছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান মধ্যস্থতায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আর্মেনিয়ার পূর্ব সীমান্ত বরাবর সংঘর্ষ থেমেছে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এছাড়া, মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আর্মেনিয়ার একজন সৈন্য নিহতের খবরও নিশ্চিত করা হয়েছে।
এদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকির হাসানভকে ফোন করে সামরিক অভিযান বন্ধ করতে ও পরিস্থিতিতে স্থিতিশীলতা আনার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। উভয়পক্ষই একে অপরকে উস্কানিমূলক আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছে।
গত বছরের সেপ্টেম্বরে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ ছিটমহল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রায় দেড় মাসের সেই সংঘর্ষে নিহত হয় কয়েক হাজার মানুষ। এরপর নভেম্বরে রাশিয়ার মধ্যস্ততায় এক যুদ্ধবিরতি চুক্তিতে আর্মেনিয়া তার দখলকৃত আজেরি উপত্যকা ছেড়ে দিতে সম্মত হওয়ায় সেই সংঘাতের অবসান ঘটে।
সূত্র: সিনহুয়া নিউজ এজেন্সি