অভিনেতা তাপস পাল আর নেই
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও লোকসভা মন্ত্রী তাপস পাল আর নেই। মঙ্গলবার ভোররাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।
হাসপাতালে বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন অসুস্থ এই অভিনেতা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তাপস পালের জন্ম ১৯৫৮ সালে ভারতের পশ্চিমবঙ্গে।
মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম চলচ্চিত্র 'দাদার কীর্তি'। ১৯৮০ সালে তরুণ মজুমদার পরিচালিত এই চলচ্চিত্রের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
উল্লেখযোগ্য ছবি গুলির মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবাসা। সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে।
বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছেন অবোধ ছবিতে।
২০০১ সালে চলচ্চিত্র অঙ্গন রাজনীতির জগতে প্রবেশ করেন তাপস পাল। কলকাতার আলীপুর আসন থেকে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন এই আসনের দুবারের বিধায়ক।
তিনি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকেট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন।
তবে তার রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। ২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় তাপস পালের।
এর পরেই পুলিশের হাতে গ্রেফতার হন, তারপর ভুবনেশ্বরে হাজতবাস। আর তখনই তার কেরিয়ারের অবসান হয়।
তার অভিনীত শেষ ছবি আটটা আটের বনগাঁ লোকাল, যা মুক্তি পায় ২০১২ সালে।