অবশেষে দেখা দিলেন কিম জং উন

হৃদযন্ত্রে অস্ত্রপাচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিম জং উন। একারণেই নাকি জনসম্মুখে তাকে দেখা যাচ্ছে না। এমনকি তার মৃত্যুর গুজবও ছড়ায় কিছু গণমাধ্যমে।
তবে সব রটনার পরিসম্পাতি ঘটিয়ে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা এবার জনসম্মুখে এসেছেন। এর ফলে টানা তিন সপ্তাহ ধরে তার অনুপস্থিতি ঘিরে চলমান সব জল্পনা-কল্পনার অবসান হলো।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্তা সংস্থা- কেসিএনএ প্রকাশিত বেশকিছু ছবিতে কিমকে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনচং এলাকায় একটি সার কারখানা উদ্বোধন করতে দেখা গেছে।
কেসিএনএ জানায়, ছোট বোন কিম ইয়ো-জং এবং উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে লালফিতা কেটে সার কারখানাটি উদ্বোধন করেছেন কিম জং উন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো জনতা উপস্থিত ছিল। তাদের অনেকেকেই ফেস মাস্ক পড়া অবস্থায় দেখা গেছে।
'উপস্থিত জনতা বেলুন উড়িয়ে এবং সমস্বরে অভিনন্দন জানিয়ে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দোল্লাস প্রকাশ করে' রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে একথা জানানো হয়।
প্রকাশিত ছবিতে সার কারখানাটি পরিদর্শনের সময় কিমকে হাসিমুখে তার ঘনিষ্ঠ সহকারীদের সঙ্গে আলাপ করতে দেখা গেছে।
তবে এসব ছবির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দারা এখনো এসব ছবির সঠিকত্ব নিয়ে কোনো অভিমত দেননি।