প্রথম আফগান নারী ব্রেকড্যান্সারের প্রস্তুতি

১৮ বছরের তরুণী মনিজা তালাশ কয়েক মাস আগে আফগানিস্তানের একমাত্র নারী হিসেবে একটি ব্রেকড্যান্সিং কমিউনিটিতে যোগ দিয়েছেন। এই ক'দিনেই তিনি অলিম্পিকে যাবার জন্য লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন।
সাম্প্রতিক সময়ে অলিম্পিকে যুক্ত হওয়া খেলাগুলোর মধ্যে ব্রেকড্যান্স অন্যতম।
মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড়ে ঢেকে তিনি নাচের প্রশিক্ষণে অংশ নেন, যা বিশ্বের যেকোনো নৃত্যশিল্পীর ক্ষেত্রে বিরল।
আফগানিস্তানের মতো রক্ষণশীল একটি সমাজের হয়েও তিনি নিজের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি; বরং পরিচয় দিয়েছেন দারুণ সাহসের।
কাবুলের একটি মার্শাল আর্টস সেন্টারে প্রশিক্ষণের অপেক্ষায় থাকা মনিজা রয়টার্সকে জানান, 'আমি ব্যতিক্রম হতে চাই। আফগানিস্তানের জন্য একজন রোল মডেল হতে চাই।'
রক্ষণশীল আফগানদের অনেকে শুধু নাচে নয়, জনসম্মুখে নারীদের যেকোনো ধরনের অংশগ্রহণেরই বিরোধী। মাঝে মধ্যে এসব বিরোধিতা সহিংসতায়ও রূপ নেয়।
নাচের জন্য তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তালাশ।
রাষ্ট্র হিসেবে আফগানিস্তান নারীদের জন্য অত্যন্ত বিপদসংকুল। দেশটিতে গত দুই দশকে জঙ্গিরা অনেকবার মেয়েদের স্কুলগুলোতে হামলা করেছে ৷ গত বছরের মে মাসে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক ভয়াবহ হামলায় ১৬ মা-সহ মোট ২৪ জন মারা যান।
২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং ন্যাটো দেশগুলোর এক যৌথ অভিযানে আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটানো হয়। তবু সরকার শান্তি চুক্তির মাধ্যমে তালেবানদের জন্য দেশে মতপ্রকাশের সুযোগ তৈরি করতে পারে, যা তাদের নারী অধিকারের পরিপন্থী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেবে, এমন ভয় প্রগতিশীল আফগানদের মনে সবসময় কাজ করে।
'আমি যখনই ভাবি, তালেবানরা আবার একদিন ফিরে আসতে পারে এবং আমি আর নাচের চর্চা চালিয়ে যেতে পারব না, তখনই ভীষণ মন খারাপ হয়,' বলেন তালাশ।
তিনি আরও বলেন, 'আমি একজন রোল মডেল হতে চাই- যে নিজের স্বপন পূরণের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পেরেছে।'

এক বছর আগে প্রতিষ্ঠিত কাবুলের ড্যান্স ক্লাবটিতে বর্তমানে সদস্য সংখ্যা ৩০, যাদের মধ্যে নারী ছয়জন।
ব্রেকড্যান্সার ও প্রশিক্ষক সাজাদ তেমুরিয়ান বলেন, 'মেয়েদের ব্রেকড্যান্সে অংশ নেওয়াকে আমি অত্যন্ত ইতিবাচক বলে মনে করি।'
'আফগানিস্তানের মেয়েদের বহির্বিশ্বের কাছে ব্রেকড্যান্সিং অ্যাথলেট হিসেবে পরিচয় করে দেবার প্রস্তুতির জন্য আমরা চার বছরের মতো সময় পাচ্ছি।'
তালাশ বলেন, 'ব্রেকড্যান্স খুবই কঠিন কাজ। এর জন্য শারীরিকভাবে অত্যন্ত সমর্থ হওয়া প্রয়োজন...। কিন্তু জীবনে আসলে কিছুই তো সহজ নয়; লক্ষ্য অর্জন করতে চাইলে আপনাকে শিখতেই হবে।'
- সূত্র: রয়টার্স