পদ্মা সেতু চালু হওয়ায় বাগেরহাটে ভাগ্য খুলেছে মৎস্য ও কৃষিপণ্যে
পদ্মাসেতু চালু হওয়ায় বাগেরহাটে মৎস্য ও কৃষিপণ্যে সুবিধা ভোগ করতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মাওয়া ঘাটে অপেক্ষার চিরায়ত প্রথা এখন অতীত। উৎপাদিত কৃষিপণ্য, সাদা সোনা খ্যাত চিংড়ি ও অন্যান্য মাছ পদ্মা সেতু দিয়ে সহজেই রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি শুরু হয়েছে। এতে একদিকে যেমন লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি-কৃষকরা, অন্যদিকে পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনাও নেই বলে জানাচ্ছেন তারা।
পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাট জেলার দীর্ঘদিন ধরে চলা সড়কপথের ভোগান্তির অবসান হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি মৎস্য ও কৃষিপণ্যের দ্বারও খুলেছে অপার সম্ভাবনা নিয়ে।
জেলার চিংড়ি ও সাদা মাছের সবচেয়ে বড় আড়ত ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার। এই বাজারে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ী ও আড়তদার সমিতির নেতা হিটলার গোলদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পদ্মা সেতু উদ্বোধনের প্রথম দিনেই ফলতিতা বাজার থেকে ৪টি ট্রাকে ৬০ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ গেছে ঢাকার কাওরান বাজারে। একদম ভোরেই ঢাকার বাজার ধরতে পেরেছি আমরা। এর আগে কোনোদিন এত সকালে আমাদের মাছ পৌঁছায়নি ঢাকার বাজারে। কারণ অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হতো। দ্রুত পৌঁছানোর কারণে প্রতি কেজি মাছ ৪০ থেকে ৫০ টাকা বেশি দরে বিক্রি হয়েছে।'
ফলতিতা বাজারের আড়তদার অসীত সাহা বলেন, 'পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। সিন্ডিকেটের কারণে আগে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতাম আমরা। এখন পদ্মা সেতুর ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে। লাভও বেশি হচ্ছে।''
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৬৬ হাজার ৭১৩ হেক্টর জমিতে ৭৮ হাজার ৬৮৫টি বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। জেলায় চাষি রয়েছেন প্রায় ৫৬ হাজার। ২০১৯-২০ অর্থবছরে সাড়ে ৩৩ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে। ২০২০-২১ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩৬ হাজার মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪০ হাজার মেট্রিক টন। টাকার যার অঙ্কে বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। এই সময়ে সাদা মাছ উৎপাদন হয়েছে ৬০ হাজার মেট্রিক টন। টাকার অঙ্কে যার মূল্য ১৪ হাজার কোটি টাকা।
বাগেরহাট সিএন্ডবি বাজার সবজি পাইকারি হাটের ইজারাদার মনিরুল ইসলাম বলেন, 'আর মাত্র ১৫ দিন পরেই বর্ষাকালীন সবজি বাজারে বিক্রি হবে। প্রতি হাটে প্রায় ৪০ থেকে ৪৫টি ট্রাকভর্তি সবজি রাজধানী শহরে সরবরাহ হয়। পদ্মা সেতুর ফলে ঘাটে আর অপেক্ষা করতে হচ্ছে না। সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও কমে গেছে। এতে কৃষকরা লাভবান হবেন।'
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বাগেরহাটে কৃষক পরিবার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩২৮টি। চলতি অর্থবছরে জেলায় ধান উৎপাদন হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭২০ মেট্রিক টন। সবজি উৎপাদন হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৪০০ মেট্রিক টন।
বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, 'পদ্মা সেতুর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষকরা। বাগেরহাট থেকে বছরে অন্তত ৭০ হাজার মেট্রিক টন সবজি ঢাকাসহ বিভিন্ন এলাকায় যায়। সেতুর ফলে কম খরচে, অল্প সময়ে এই কৃষিপণ্য পৌঁছে যাচ্ছে সর্বত্র। ফলে জেলার কৃষি বাণিজ্যিকীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে।'