জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
বাজেটে মোট জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪৪ লাখ কোটি টাকা।
জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন করেন। এবারের বাজেটে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে ৪র্থ এবং সামগ্রিক হিসেবে দেশের ৫১তম বাজেট এটি।
গেল ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি।