ডলারের দাম বেড়েছে কার্ব মার্কেটে
একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ২০-৫০ পয়সা।

ছবি: নূর-এ-আলম
আজ বুধবার (১লা জুন) সকাল থেকে কার্ব মার্কেটে ৯৫.৫০ থেকে ৯৬ টাকায় ডলার কেনা হচ্ছে। বিক্রি হচ্ছে ৯৬.৫০ থেকে ৯৭ টাকায়।
গতকাল মঙ্গলবার ৯৫.৫০-৯৫.৮০ টাকায় কিনে ৯৬-৯৬.৩০ টাকায় বিক্রি করেছিল মানি এক্সচেঞ্জগুলো। সে হিসাবে একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ২০-৫০ পয়সা।
মতিঝিলের দোহার মানি এক্সচেঞ্জের কর্মকর্তা আব্দুল্লাহ আল হাদী জানিয়েছেন, বাজারে এখন ডলার কিনতে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "গতকাল আমরা কিছু ডলার বিক্রি করতে পারলেও এক ডলারও কিনতে পারিনি। এমন অবস্থা চললে সামনে ডলারের দাম আরো বাড়তে পারে।"