ডলারের দামের অস্থিরতা কমাতে এক দরের সিদ্ধান্ত

বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা কমাতে সকল ব্যাংকের জন্য ডলারের এক দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সাথে বাংলাদেশ ব্যাংক-এর এক ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সূত্র থেকে জানা গেছে, এবিবি ও বাফেদা প্রতিদিনের বিনিময় হার ঠিক করে দেবে এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে মৌখিক সম্মতি নেবে।
আগামী রবিবার (২৯ মে) থেকে নতুন এ নিয়ম কার্যকর করা হবে।
বর্তমানে বিভিন্ন ব্যাংক ভিন্ন ভিন্ন দামে ডলার ক্রয়বিক্রয় করে।
ওই সভায় আরও সিদ্ধান্ত হয়, রপ্তানিকারকেরা তাদের বৈদেশিক আয় নিজেদের ডিলার ব্যাংক থেকে ভাঙ্গাতে পারবে যাতে তারা অন্য কোনো ব্যাংকে চড়া দামে ডলার বিক্রি করতে না পারে।